ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৬

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে গত ১০ সেপ্টেম্বর সংঘর্ষের ঘটনা ঘটে। ফাইল ছবি

এক সপ্তাহের মধ্যেই ফের সংঘর্ষে জড়ালো রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

রোববার দুপুরে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

ধানমন্ডির জিগাতলা এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করেন। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি এলাকায় গেলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে কয়েকজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার তারিক লতিফ বলেন, ওই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বসে এর সমাধান করা হয়েছে।

আজকের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আইডিয়াল কলেজ পাঁচ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে সেদিন ১৮ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ওই দিন আইডিয়াল কলেজের নামফলকও খুলে নিয়ে যেতে দেখা যায়।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত