ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

‘ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে এখনই প্রতিক্রিয়া নয়’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৯  
আপডেট :
 ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৮

‘ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে এখনই প্রতিক্রিয়া নয়’
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে এখনই বাংলাদেশ প্রতিক্রিয়া দেবে না। তবে এ নিয়ে উদ্বিগ্ন না হলেও তাঁরা অবাক হয়েছেন বলে জানিয়েছেন তিনি। রোববার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে যত না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি আমরা অবাক। তবে এখনই কোনো প্রতিক্রিয়া দেখাতে চাই না, বিষয়টি পর্যবেক্ষণ করবে সরকার।

সম্প্রতি লখনউতে যৌথ কমান্ডারদের সম্মেলনে রাজনাথ সিং ভারতকে শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে দেশটির সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবিলার জন্য তৈরি থাকতে বলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল-হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য বৈঠকের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, ‘সাইড লাইন বৈঠক হবে কি না তা নিশ্চিত না এখনও।’

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত