ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি

  প্রতিনিধি

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯  
আপডেট :
 ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮

শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি
১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) গতকালের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আজ সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো খোলার কথা ছিল। কিন্তু তা থাকা সত্ত্বেও ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আশুলিয়ার অন্তত ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি দেন কারখানা কর্তৃপক্ষ।

জানা যায়, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। এতে সকাল ৮টা থেকেই শুরু হয় কারখানার উৎপাদন কাজ। কিন্তু বেলা ১০টার দিকে কারখানার ভেতরে ন্যাপটাল, কন্ট্রিনেন্টাল, ইয়াগী, নিউএজিইসহ বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে। পরে কারখানাগুলো আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকরা বলেন, বিজিএমইএ থেকে কারখানাগুলো খোলার নির্দেশ দিয়েছিল। কিন্তু মালিক পক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কোনো কথা বলছে না। আশুলিয়ায় অন্যান্য পোশাক কারখানায় মালিক পক্ষ দাবি মেনে নিয়েছে। তাই সেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে বলে জানা গেছে।

বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, সকাল থেকে এখনো (দুপুর পর্যন্ত) কোন গোলযোগের খবর পাওয়া যায়নি, তবে, বিচ্ছিন্নভাবে কারখানা থেকে মানুষজন বের হয়ে যাচ্ছে - এমন খবর পাচ্ছি।

তারা কাজ করবে না, শান্তিপূর্ণভাবে বের হয়ে যাচ্ছে। কিন্তু সংঘাতের কোন খবর পাই নি,-বলেন তিনি।

তবে, কারখানাগুলো পুরোপুরি বন্ধ ছিল না বলে দাবি করেছেন তিনি।

যেসব প্রতিষ্ঠানে শ্রমিকরা আন্দোলন করেছে সেসব প্রতিষ্ঠানগুলো কাজ চালাতে না পেরে বন্ধ করছিল। গোলযোগের কারণে বেশ কিছু কারখানা কাজ না চালাতে পেরে বন্ধ করে দিয়েছিল, বলেন তিনি।

তবে, শুক্রবার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক হয়। তারা নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। পরে শ্রমিক সংগঠনের নেতাদের সাথেও বৈঠক হয়েছে। তারাও কথা দিয়েছে কাজে যোগ দেবে, কোন জটিলতা হবে না-জানান বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল।

বাংলাদেশ গামের্ন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রর আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। তবে সকাল সাড়ে ৯টার পর থেকেই কারখানার ভেতরে শ্রমিকরা কর্মবিরতি পালন করে। তখন কারখানায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। মালিক পক্ষ শ্রমিকদের দাবিগুলো নিয়ে তাদের সঙ্গে বৈঠক করলে সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাবে বিশৃঙ্খলার কোনো সংবাদ পাওয়া যায়নি। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সেনাবাহিনী টহল অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এসবিটি

  • সর্বশেষ
  • পঠিত