ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সীতাকুণ্ডের বিস্ফোরণে একজনের মৃত্যু, আশঙ্কাজনক সাতজন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১  
আপডেট :
 ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৯

সীতাকুণ্ডের বিস্ফোরণে একজনের মৃত্যু, আশঙ্কাজনক সাতজন

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আহমেদ উল্লাহ (৩৮)। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে আরও সাতজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার দিবাগত রাতে (৮ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় আহমেদ উল্লাহ মারা যান।

আহমেদ উল্লাহের মৃত্যুর খবরটি জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

শিপইয়ার্ডের বিস্ফোরণের ঘটনায় এখনো সাতজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

তারা হলেন- বরকত উল্লাহ (২৩), আনোয়ার হোসেন (৫০), আল আমিন (৩৬), জাহাঙ্গীর আলম (৪৮), হাবিব (৩৬), আবুল কাসেম (৩৯) ও খায়রুল ইসলাম (২১)। এদের মধ্যে সবাই ৫০ থেকে ৮০ শতাংশ দগ্ধ হয়েছেন এবং সবার অবস্থা আশঙ্কাজনক।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর তেঁতুলতলা এলাকার সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরীর মালিকানাধীন এস এন করপোরেশন নামের জাহাজ ভাঙা কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হন ১২ শ্রমিক।

এ ঘটনায় দগ্ধ ১২ জনকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে আটজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসবিটি

  • সর্বশেষ
  • পঠিত