মধ্যরাতে গুলশানে বহুতল ভবনে ডাকাতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২
রাজধানীর গুলশান-২ এলাকায় একটি বহুতল ভবনে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিনগত মধ্যরাতে অর্ধশতাধিক ব্যক্তি দুটি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে ১০৩ নম্বর রোডের ফাইন্যান্স স্কয়ার ভবনে নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালায়।
ভবনটির নিরাপত্তাকর্মীরা বলেন, রাত ১টার দিকে হঠাৎ করে ডাকাতের একটি দল মাস্ক পরা অবস্থায় ভবনের নিচে ঢুকে নিরাপত্তাকর্মীরা হাত-মুখ বেঁধে ফেলে।
পরে এলাকাবাসী ও থানা পুলিশ এলে ঘটনাস্থল থেকে দ্রুতই পালিয়ে যান তারা। এ সময় ১১ জনকে আটক করে নিয়ে যায় গুলশান থানা পুলিশ।
এছাড়া বেশ কয়েকজন ভবনের ভিতরে পালিয়ে যান। এরপর থেকেই ভবনটির নিচে রাতভর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ স্থানীয়রা। তবে সকালে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি।
বাংলাদেশ জার্নাল/এফএম