ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সাভার শিল্পাঞ্চলে অস্থিরতা, যৌথ অভিযানে আটক ১৪

  সাভার প্রতিনিধি

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৫

সাভার শিল্পাঞ্চলে অস্থিরতা, যৌথ অভিযানে আটক ১৪
পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে প্রায় ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। ফাইল ছবি

সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানায় ভাঙচুর, হামলা ও পোশাক খাতে অস্থিরতা তৈরির সঙ্গে যুক্ত এমন সন্দেহভাজন ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া এবং সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ‍্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মোখলেসুর রহমান (৬০) ও ফজলুল হকের ছেলে আবু হানিফ মিয়া (৪৭)।

এ প্রসঙ্গে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ সাংবাদিকদের বলেন, শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত এমন সন্দেহভাজন মোট ১৪ জনকে আমরা আটক করেছি। এর মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে এবং তিনজনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে। এ ছাড়াও বিশৃঙ্খলার সঙ্গে আটকদের সংশ্লিষ্টতার বিষয়েও যাচাই-বাছাই চলছে।

আশুলিয়া থানার ওসি মাসুদুর রহমান বলেন, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় অস্থিরতা সৃষ্টি করছে একটি চক্র। যারা বিগত সরকারের আমলেও এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বহিরাগতদের ভাড়া করে তারাই পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত