ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

মহেশখালীতে ১ মাছের দাম ৭ লাখ টাকা!

  প্রতিনিধি

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪২  
আপডেট :
 ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৪

মহেশখালীতে ১ মাছের দাম ৭ লাখ টাকা!
ছবি: সংগৃহীত

কক্সবাজারে একটি পোপা মাছ ধরা পড়েছে। যার দাম হাঁকা হচ্ছে ৭ লাখ টাকা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে মহেশখালীর হোয়ানক এলাকার এফবি মোহাম্মদ আনোয়ার মেম্বারের ফিশিং ট্রলারে এ মাছটি ধরা পড়ে। পরে সকাল ১০টার দিকে হোয়ানক গালাগাজির পাড়া বাজারের মরহুম জাহাঙ্গীর আলম মেম্বারের কোল্ড স্টোরেজে মাছটি আনা হয়।

ট্রলারের মালিক মোহাম্মদ আনোয়ার মেম্বার গণমাধ্যমকে বলেন, আজ সকালে আমার ট্রলারটি সাগরে মাছ শিকারে যায়। পরে জাল ফেলা হলে একটি পোপা মাছ তাতে আটকা পড়ে। মাছটির ৩০ কেজি ২০০ গ্রাম ওজনের। এ মাছটি ট্রলারে তোলার পর মাঝি বিষয়টি আমাকে জানালে ট্রলারটি নিয়ে কূলে আসতে বলি।

তিনি আরও বলেন, আপাতত মাছটির দাম ৭ লাখ টাকা চাচ্ছি। ইতোমধ্যে কয়েকজন ব্যবসায়ী ৪ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন।

প্রসঙ্গত, পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিভিন্ন দেশে এর প্রচুর চাহিদা রয়েছে। এ কারণে পোপা মাছের দাম এত বেশি।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত