ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

আইন সচিব গোলাম সারওয়ার ওএসডি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩২

আইন সচিব গোলাম সারওয়ার ওএসডি
গোলাম সারওয়ার। ছবি: সংগৃহীত

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে ওএসডি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ আগস্ট আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শেখ গোলাম মাহবুবকে আইন কমিশনে বদলি ও বিকাশ কুমার সাহাকে ওএসডি করা হয়। আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো।

যুগ্ম-সচিব বিকাশ কুমার সাহাকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। যুগ্ম-সচিব শেখ গোলাম মাহবুবকে আইন কমিশনে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কর্মকর্তাগণকে দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট ১৩ আগস্ট তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত