ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

আন্দোলনে নিহতদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের অনুরোধসহ ৫ দাবি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৬  
আপডেট :
 ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩২

আন্দোলনে নিহতদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের অনুরোধসহ ৫ দাবি
সংবাদ সম্মেলন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে শহীদের মর্যাদা দেওয়ার পাশাপাশি তাদের পরিবারকে এককালীন এক কোটি টাকা দেওয়াসহ পাঁচটি অনুরোধ করেছেন আহতরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পক্ষে এসব অনুরোধ জানান সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. সালমান হোসেন।

শিক্ষার্থী সালমান বলেন, আমরা মরে যাচ্ছি। আমাদের বাঁচান। আহতদের মধ্যে এখনও অন্তত ১০০ জন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমাদের ভাইদের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা না করা হলে তারা অনেকে পঙ্গু হয়ে যাবেন। সরকারের কাছে দাবি জানাচ্ছি একটু আমাদের দিকে নজর দেন।

সংবাদ সম্মেলনে সরকারের প্রতি পাঁচটি অনুরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা।

সেগুলো হলো–

• বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণহানির সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের শহীদের মর্যাদা দিতে হবে এবং নিহত সবার পরিবারকে এককালীন ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকা দিতে হবে।

• সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুব দ্রুত সময়ের মধ্যে আহত সবার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান দিতে হবে।

• সরকারি ঘোষণা অনুযায়ী আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু অনেক রোগী আছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের অতি দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।

• আন্দোলনে আহতদেরকে এককালীন ক্ষতিপূরণ ও দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

• আহত শিক্ষার্থীদের পড়াশোনার যাবতীয় খরচ সরকারকে বহন করতে হবে এবং আহত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বিশেষ বিবেচনা করতে হবে।

সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে ১৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সাড়ে সাতশর বেশি মানুষ নিহত হওয়ার তথ্য এসেছে সংবাদমাধ্যমের খবরে, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসাবে, নিহতের ৭০ শতাংশ মৃত্যুই হয়েছে গুলিতে।

বাংলাদেশ জার্নাল/এসবিটি

  • সর্বশেষ
  • পঠিত