ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

দেশেই আছেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪১

দেশেই আছেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান
সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ফাইল ছবি

সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দেশেই আছেন বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দেশের কয়েকটি সংবাদমাধ্যমে ওবায়দুল হাসানের যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার খবর প্রকাশিত হয়।

তবে এ বিষয়ে তিনি বলেন, আমি ঢাকায় আছি। আমি দেশ ছেড়ে যাইনি। কোনো কোনো গণমাধ্যমে আমি দেশ ছেড়েছি বলে যে খবর দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমার লাল পাসপোর্ট সরকার বাতিল করেছে। তাই আমার দেশ ছাড়ার প্রশ্নই আসে না।

এর আগে গত ১০ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান ওবায়দুল হাসান। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, সুপ্রিমকোর্ট বিল্ডিং এবং এর রেকর্ডসমূহ রক্ষা, কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়িঘর, জাজেজ টাওয়ার রক্ষা, বিচারপতিগণকে শারীরিক হেনস্থা থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্টগুলো ও রেকর্ড রুমসমূহ রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত