ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

এবার বন্যার্তদের ত্রাণ সহায়তা দিলেন রোহিঙ্গারা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৮

এবার বন্যার্তদের ত্রাণ সহায়তা দিলেন রোহিঙ্গারা
সংগৃহীত ছবি

বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার্তদের ত্রাণ সহায়তায় এবার পাশে দাঁড়িয়েছেন মিয়ানমার থেকে বাংলাদেশে আগত রোহিঙ্গা শরণার্থীরা। শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনে তাদের অনুদান পাঠিয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি আবেগঘন পোস্ট দেন শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, নিজেরাই যারা ত্রাণের ওপর নির্ভরশীল, সেই রোহিঙ্গা ভাইবোনেরা নিজেদের ত্রাণ থেকে একটু একটু করে পয়সা বাঁচিয়ে আমাদের বন্যা তহবিলে ডোনেশন করেছেন।

তিনি আরও বলেন, মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হওয়া এই মানুষগুলো আমাদের দুঃসময়ে নির্বিকার থাকতে পারেননি। ক্যাম্প থেকে ১১ লক্ষ ১৯ হাজার ৩৫০ টাকার বিরাট তহবিল সংগ্রহ করেছেন। এরপর বাংলাদেশি প্রতিনিধির মাধ্যমে তা পাঠিয়েছেন আমাদের অফিসে। তাদের এই মহৎ উদ্যোগ প্রমাণ করে- মুসলিম ভ্রাতৃত্বের সামনে ঘুচে যায় দেশকাল, মানচিত্র কিংবা কাঁটাতারের ভেদাভেদ।

এর আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ফিলিস্তিনের পক্ষ থেকে বাংলাদেশের বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা দিয়েছেন। এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে, যা বন্যাকবলিত মানুষের মাঝে পৌঁছে দেয়া হয়েছে।

এদিকে মিয়ানমারে মুসলিম গণহত্যা বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দীর্ঘদিন ধরে চলমান। তারা শত শত বছর ধরে বর্তমান মিয়ানমারের উত্তর রাখাইন, যার পূর্বতন নাম আরাকান অঞ্চলে বসবাসরত থাকলেও এখন তারা এক অবাঞ্চিত রাষ্ট্রবিহীন জনগোষ্ঠীর নাম। আজ এ জনগোষ্ঠী করুণার পাত্র। তারা নিজের দেশ এবং ভিটেমাটি হারিয়ে অসহায়। মিয়ানমারের সরকার, সেনাবাহিনী, আর উগ্র বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের ন্যূনতম মানবিক অবস্থায় রাখেনি।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত