ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ২০:১৬  
আপডেট :
 ২৭ আগস্ট ২০২৪, ২০:৩৮

জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। সেখানে বলা হয়, অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনের বিধিমালা-২০০৭ এর ৩(২) বিধি অনুযায়ী রাষ্ট্রপতি তাকে মনোনয়ন দিয়েছেন।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী গত ১৩ আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি অতিরিক্ত বিচারক হিসেবে হাই কোর্টে নিয়োগ পান। দুই বছর পর হাই কোর্টে তার নিয়োগ স্থায়ী হয়।

নিম্ন আদালতের বিচারক পদের জন্য প্রার্থী নির্বাচন করার দায়িত্ব পালন করে থাকে জুডিশিয়াল সার্ভিস কমিশন।

এর আগে বিচারপতি এম ইনায়েতুর রহিম জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র বিক্ষোভের মুখে আপিল বিভাগ থেকে পদত্যাগ করেন তিনি। ফলে জুডিশিয়াল সার্ভিসের চেয়ারম্যান পদও শূন্য হয়ে যায়।

বাংলাদেশ জার্নাল/এসবিটি

  • সর্বশেষ
  • পঠিত