ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

পল্লী বিদ্যুতের সব বিদ্যুৎকেন্দ্র ও স্থাপনায় নিরাপত্তা জোরদার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ১৬:৪৭  
আপডেট :
 ২৭ আগস্ট ২০২৪, ১৭:১৩

পল্লী বিদ্যুতের সব  বিদ্যুৎকেন্দ্র ও স্থাপনায় নিরাপত্তা জোরদার

অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে দেশের পল্লী বিদ্যুতের সব বিদ্যুৎকেন্দ্র ও স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে এ তথ্য জানান পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

জানা যায়, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিতদের চাকরি নিয়মিত করার দুই দফা দাবি বাস্তবায়ন এবং মন্ত্রণালয়ের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে গত শনিবার (২৪ আগস্ট) ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন আন্দোলনরত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সেই আলটিমেটামের সময় শেষ হচ্ছে আজ।

আশঙ্কা করা হচ্ছে, দাবি আদায় না হলে সমিতির কর্মচারীরা পূর্ণ কর্মবিরতিতে যেতে পারেন। সেক্ষেত্রে দেশের বৃহৎ জনগোষ্ঠী বিদ্যুৎ বিভ্রাটে (ব্ল্যাকআউট) পড়তে পারেন। সেজন্যই মূলত পুলিশ আগাম এই সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ্য, গ্রামাঞ্চলের ৮০ শতাংশ এলাকার ৩ কোটি ৬০ লাখের বেশি গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করে থাকে পল্লী বিদ্যুৎ সমিতি, যা বিদ্যুৎ সরবরাহের দিক দিয়ে সর্বোচ্চ।

বাংলাদেশ জার্নাল/এসবিটি

  • সর্বশেষ
  • পঠিত