ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

কুমিল্লায় আকস্মিক বন্যা, পানিবন্দি মানুষ

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ১৮:৩৮

কুমিল্লায় আকস্মিক বন্যা, পানিবন্দি মানুষ
কুমিল্লায় গোমতী নদীর পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ছবি: সংগৃহীত

কুমিল্লায় বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদীর পানি। এতে নদীর তীরবর্তী গ্রামগুলোতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে আতঙ্কে বাসাবাড়ি ছাড়ছে অনেকেই। তবে কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সে বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এই দুর্যোগের সৃষ্টি হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার (২১ আগস্ট) দুপুর পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত আছে। একই সাথে স্রোতও বেড়েছে দ্বিগুণ। কখন নাগাদ এই পানি নামবে সেটির কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান।

অন্যদিকে, ভারী বর্ষণ ও ভারতীয় থেকে আসা ঢলে সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলার কাকড়ী নদীর বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে আছে সেখানকার লাখো মানুষ। নাঙ্গলকোট উপজেলার দক্ষিণাঞ্চলের ডাকাতিয়া নদীর তীরবর্তী গ্রামগুলো আজ ২ দিন ধরে পানিবন্দি হয়ে আছে। মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যা থেকেই গোমতী নদীর তীরবর্তী বুড়িচং উপজেলার কিং বাজেহুরা গ্রামে ৫০০ পরিবার পানিবন্দি হয়ে আছে।

এছাড়া পার্শ্ববর্তী কাহেতরা এলাকায় গোমতী নদীর বাঁধে ফাঁটল তৈরি হওয়া সেখানে মেরামত কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড। সদর উপজেলার চাঁনপুর এলাকায় আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে শতাধিক পরিবার। এছাড়া গোমতী নদী তীরবর্তী দেড় হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। স্রোতের তোড়ে ভেঙে গেছে গ্রামের সংযোগ সড়ক। কৃষিজমি তলিয়ে গেছে বানের পানিতে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদীর পানি। বুধবার দুপুর পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত আছে। একই সাথে স্রোতও বেড়েছে দ্বিগুণ। কখন নাগাদ এই পানি নামবে সেটির কোনো নিশ্চয়তা নেই।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত