ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ১৭:৫০

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
ফাইল ছবি

আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২৯ জুলাই) কমিশনের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পিএসসি সূত্র জানায়, প্রশ্ন মডারেশন, চলমান পরিস্থিতি ও সার্বিক দিক বিবেচনায় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে দেয়া হবে।

আজকের এই সভায় প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে গঠিত কমিটির তদন্তকাজে অগ্রগতি, বিভিন্ন পরীক্ষা ও ফলাফল প্রস্তুত নিয়ে আলোচনা হয়েছে বলেও জানায় সূত্র।

উল্লেখ্য, আগামী গত ৪ জুলাই প্রকাশিত সময়সূচি অনুযায়ী-৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে বলেও জানিয়েছিল পিএসসি।

গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী। ৯ মে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট পদ সংখ্যা ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত