ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কোটা আন্দোলনে নাশকতার প্রতিবাদে পেশাজীবী সমন্বয় পরিষদের বিবৃতি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ১৭:১১

কোটা আন্দোলনে নাশকতার প্রতিবাদে পেশাজীবী সমন্বয় পরিষদের বিবৃতি
ফাইল ছবি

পেশাজীবী সমন্বয় পরিষদ বলেছে, কোটা সংস্কার আন্দোলনে মেধাবী শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশে নাশকতা সৃষ্টি করেছে।

শনিবার পেশাজীবী সমন্বয় পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের অগ্রযাত্রাকে রুখতে স্বাধীনতাবিরোধী কুচক্রীমহল যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে পদ্মা সেতু এবং যমুনা সেতু বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সেতু ভবন, প্রতিদিন লক্ষাধিক যাত্রী বহনকারী মেট্রোরেল, স্বাধীন বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য বহনকারী বাংলাদেশ টেলিভিশন ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হানিফ ফ্লাইওভার, দুর্যোগ ভবন, অসংখ্য সরকারি-বেসরকারি যানবাহনসহ সারা দেশে অগ্নিসন্ত্রাস করে দেশের হাজার-হাজার কোটি টাকার ক্ষতিসাধন করেছে। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করেছে।

পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ. কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন দেশের পেশাজীবী ও বুদ্ধিজীবী বিশিষ্ট নাগরিকবৃন্দ।

বিবৃতিতে স্বাক্ষর করেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, এটর্নি জেনারেল এডভোকেট আবু মোহাম্মদ আমিন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এস. এম মাকসুদ কামাল, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক কাজী খালেকুজ্জামান আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান, পেশাজীবী সমন্বয় পরিষদের সাবেক সভাপতি এডভোকেট মেসবাহ উদ্দিন, সাবেক মন্ত্রী অধ্যাপক ডা. আ. ফ. ম. রুহুল হক, সাংবাদিক সফিকুর রহমান এমপি, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আইইবি’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এমপি, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি ও ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মো. হাবিবুর রহমান, কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ'র সভাপতি ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃষিবিদ অধ্যাপক ড. মো.শহীদুর রশীদ ভূঁইয়া, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুজ্জামান, আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট ড. ইঞ্জিনিয়ার এম. শামীম জেড বসুনীয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ নূরুল হুদা, আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. কবির আহমেদ ভূঁইয়া, আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক আবুল কালাম আজাদ, ডাঃ রোকেয়া সুলতানা এমপি, ডাঃ বদিউজ্জামান ডাব্লু, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, সাংবাদিক কুদ্দুস আফ্রাদ, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক ওমর ফারুক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. আবুল বারাকাত, বাংলাদেশের কলেজ-শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এ.কে.এম. আসাদুল হক, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার এস.এম. খাবিরুজ্জামান,পিইঞ্জ, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুর রহমান হাওলাদার, ঢাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মনজুরুল হক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব কৃষিবিদ খাইরুল আলম প্রিন্স, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এম. মনজুরুল হক মঞ্জু, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এডভোকেট মোখলেসুর রহমান বাদল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক আক্তার হোসেন, বিএফজেইউ এর মহাসচিব সাংবাদিক দীপ আজাদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. কামরুল হাসান মিলন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান, অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, বাংলাদেশের কলেজ-শিক্ষক সমিতির মহাসচিব মো. ফয়েজ হোসেন, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার কৃষিবিদ সাইদুর রহমান সেলিম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আনোয়ার শাহাদাত শাওন, পেশাজীবী সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান মজুমদার, অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান, অধ্যাপক ড. মো. সামাদ, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক সিতেশ চন্দ্র, অধ্যাপক ড. সিদ্ধার্থ, অধ্যাপক ড. ফাজরিন হুদা, অধ্যাপক ড. রেজওয়ান, অধ্যাপক মাহবুবুর রহমান লিটু, অধ্যাপক সাইফুল ইসলাম খান, অধ্যাপক আব্দুর রহিম, বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির অ্যাডভোকেট মো. রমজান আলী শিকদার, অ্যাডভোকেট ড. আবু উবায়েদ হোসেন সেতু, অ্যাডভোকেট মো. নূরুল হুদা আনসারী, অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির, ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট এস এম মনির, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত