ঢাকা, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

ফরিদপুরে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, চলছে যানবাহন

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ১১:২৪

ফরিদপুরে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, চলছে যানবাহন
ফরিদপুরে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, চলছে যানবাহন। ছবি: প্রতিনিধি

দেশব্যাপী চলমান কারফিউ ফরিদপুর জেলায় ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে। এতে করে স্বস্তিতে চলাচল করছেন জনসাধারণ। রাস্তা-ঘাটে চলাচল করছে ছোট-বড় যানবাহন। ধীরে ধীরে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে ব্যাবসায়ীরা।

আজ শুক্রবার (২৬ জুলাই) সকাল ৮টা থেকে ফরিদপুর জেলায় কারফিউ শিথিল করা হয়। এই শিথিলতা চলবে রাত ১০টা পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রট মো. কামরুল আহসান তালুকদার।

তিনি জানান, 'ফরিদপুর জেলায় সব গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কারফিউ নিশ্চিত করতে মাঠে কাজ করছে বাংলাদেশ পুলিশ ও বিজিবি। এছাড়া মাঝেমধ্যে সেনাবাহিনী টহল দিচ্ছেন। তবে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় ফরিদপুরে সেনাবাহিনীর কোনো স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়নি।'

জেলা প্রশাসক বলেন, 'এ জেলার পরিস্থিতি স্বাভাবিক থাকায় আজ শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।'

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত