ঢাকা, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

নদীতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ১৩:৫০

নদীতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নদীতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্রের মরদেহ ৩৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবরি দল। বুধবার সকাল ৯টায় মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত কলেজছাত্র রায়হান ইসলাম (১৬) ঠাকুরগাঁও পৌরশহরের মুজিবনগর গ্রামের শহিদের ছেলে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাতটায় উদ্ধার কাজ শুরু করেন রংপুর থেকে আসা ডুবরি দল ও ফায়ার সার্ভিস। প্রায় দুই ঘণ্টা উদ্ধার কাজ পরিচালনা করে চারজন ডুবরি। এরই মধ্যে খবর আসে ঘটনা স্থান থেকে দুই কিলোমিটার দূরে ওই শিক্ষার্থীর মরদেহ ভেসে উঠেছে। পরে শাহপাড়া নদীর ঘাটের মোহনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সোমবার দুপুর দুইটার দিকে পাঁচজন বন্ধু মিলে নদীতে গোসলে নামে রায়হান। নিখোঁজ হওয়ার একদিন অতিবাহিত হলেও তার পরিবারকে খবর দেননি বন্ধুরা। পরে জানতে পেরে পরিবারের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থান পরিদর্শন করে রংপুর বিভাগের ডুবরি দলকে খবর দেয়৷ ডুবরি দল এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত