ঢাকা, রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

নিখোঁজরা ঘরে ফিরলেও হারানো বিজ্ঞপ্তি ঘুরছে ফেসবুকে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১৩:২৬  
আপডেট :
 ০৮ জুলাই ২০২৪, ১৩:২৮

নিখোঁজরা ঘরে ফিরলেও হারানো বিজ্ঞপ্তি ঘুরছে ফেসবুকে

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজ ও ব্যক্তিগত প্রোফাইলে ছড়িয়ে পড়ে ‘৪৮ ঘণ্টায় নিখোঁজ ৩৫ শিশু’। এসব পোস্ট দেখে অনেক অভিভাবকই তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। অনেকের মধ্যে ভর করেছে ‘ছেলে ধরা’ আতঙ্ক।

নিখোঁজ হওয়া এমন ২৫ জনের পরিবারের সঙ্গে কথা বলেছে একটি গণমাধ্যম। জানা গেছে, নিখোঁজ হওয়া ২৫ জনের মধ্যে ২১ জন মাদ্রাসার শিক্ষার্থী। এদের ১৯ জনই ঘরে ফিরেছেন। মূলত মাদ্রাসায় থাকতে অনীহা ও লেখাপড়ার প্রতি ভীতি থেকে তারা নিরুদ্দেশ হয়েছিল।

এদিকে ৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজ হওয়ার বিষয়টিও গুজব বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। কেউ এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তি দেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে ফেসবুকে ঘুরে বেড়ানো এসব নিখোঁজ বিজ্ঞপ্তি পুরনো এবং নিখোঁজ এসব ব্যক্তির অধিকাংশই বাড়িতে ফিরে এসেছে। তারপরও বিজ্ঞপ্তিগুলো ঘুরছে ফেসবুকে।

বাংলাদেশ জার্নাল/এসবিটি

  • সর্বশেষ
  • পঠিত