ঢাকা, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

কোটা প্রথা বাতিলের দাবিতে

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ১৪:১১

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ। ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিলের দাবিতে মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

এর আগে বেলা সাড়ে ১০টার দিকে কোটা প্রথা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু মহাসড়কে নগর জলফৈ এলাকায় অবস্থান নেয়। সেখানে তারা কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ করে।

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ সময় অনেকের হাতে ব্যানার ও ফেস্টুন ছিল। এ সময় তারা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

পুর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেয় মহাসড়কে। প্রায় যেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসুচির দেয়ার ঘোষণা দেয়া হয়।

শিক্ষার্থী জানায়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরির সুযোগ পাবে শিক্ষার্থী। কোটা প্রথা থাকলে সেখানে মেধাবীরা পিছিয়ে পড়বে। সে কারণে কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলন করছে তারা।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‌শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেছেন। দ্রুত সময়ের মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত