ঢাকা, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় কান্নাকাটি করায় শিশুকে হত্যা করে খালে ফেলে দিলেন মা!

ব্রাহ্মণবাড়িয়ায় কান্নাকাটি করায় শিশুকে হত্যা করে খালে ফেলে দিলেন মা!
নিহত শিশু নুসরাত জাহান তিথির মা স্বপ্না বেগম। ছবি: সংগৃহীত

নুসরাত জাহান তিথি নামে ৬ মাস বয়সী এক কন্যা শিশু কান্নাকাটি করায় তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক মা। পরে ওই শিশুর বাবার নির্দেশে মরদেহটি ফেলে দিয়েছেন পাশের একটি খালে। এ ঘটনায় পুলিশ নিহত ওই শিশুর মা স্বপ্না বেগম ও বাবা জিল্লুর রহমানকে আটক করেছে।

মঙ্গলবার (২ জুলাই) আকটকৃত বাবা ও মা শিশুটিকে হত্যা ও লাশ গুমের পেছনে জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বড়িশ্বল গ্রামে। এর আগে সোমবার (১ জুলাই) রাতে খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জিল্লুর ও স্বপ্না দম্পতি প্রতিদিনের মত শিশু নুসরাতকে সাথে নিয়ে ঘুমিয়ে ছিলেন। সোমবার সকালে স্বপ্না বেগম তার শিশু নুসরাত নিখোঁজ হয়েছে বলে চিৎকার শুরু করে। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। একপর্যায়ে পুলিশ বাড়ির পাশের একটি খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে। নিখোঁজের বিষয়টি পুলিশের সন্দেহ হলে শিশুটির মাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে স্বীকার করেন।

স্বীকারোক্তিতে ওই শিশুর মা জানান, রাতে চিৎকার ও কান্নাকাটি করায় শিশুটির মুখে ওড়না ঢুকিয়ে দেন তিনি। এতে শিশুটি মারা যায়। পরে তার স্বামী মরদেহটি খালে ফেলে আসতে বলেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আকটকৃত বাবা ও মা শিশুটিকে হত্যা ও মরদেহ গুমের পেছনে জড়িত বলে জবানবন্দি দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত