ঢাকা, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

মনোহরদী কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে জলাবদ্ধতায় বেড়েছে দুর্ভোগ

  মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ২০:৪৯

মনোহরদী কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে জলাবদ্ধতায় বেড়েছে দুর্ভোগ
মনোহরদী কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে দুর্ভোগ। ছবি- প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে জলাবদ্ধতার কারণে দুর্ভোগ বেড়েছে। পানি নিষ্কাশনের অভাবে প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও সুবিধাভোগীদের যারপরনাই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এই প্রশিক্ষণ কেন্দ্রে। ফলে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তি পোহাতে হয়।

মঙ্গলবার (২ জুলাই) কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণকালে মনোহরদী উপজেলার কৃষি কর্মকর্তা রুনা আক্তার জানিয়েছেন, মাঠের জলাবদ্ধতার কারণে এখানে সুবিধাভোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সম্প্রতি এখানে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য একটি নতুন ভবন এবং একটি রাস্তা নির্মাণ করা হবে। এগুলো নির্মাণ হলে দুর্ভোগ কিছুটা লাঘব হবে।

তবে পানি নিষ্কাশন ব্যবস্থা না হওয়া পর্যন্ত এর স্থায়ী কোন সমাধান নেই বলে জানিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান বাংলাদেশ সায়েন্স হাউজের প্রোপাইটার কাইয়ুম। তিনি ইতিমধ্যে রাস্তা নির্মাণ করে দিয়েছেন বলেও জানান।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত