ঢাকা, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

এবার থানায় ঢুকল রাসেল ভাইপার, অল্পের জন্য বাঁচলেন ওসি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ২০:১৪

এবার থানায় ঢুকল রাসেল ভাইপার, অল্পের জন্য বাঁচলেন ওসি
সংগৃহীত ছবি

থানা চত্ত্বরে হঠাৎ উপস্থিত চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপ। দেখার সঙ্গে সঙ্গে কর্মরত অফিসার ফোর্সদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

সোমবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেনের অফিস কক্ষের ওয়াশরুম থেকে সাপটি উদ্ধারের পর পিটিয়ে মেরে ফেলা হয়।

থানা সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে কাজ শেষ করে ওয়াশ রুমে যান পরিদর্শক আফজাল হোসেন। বেসিনের পানির পাইপ থেকে বিশাল সাইজের সাপটি বের হয়ে তাকে ছোবল দেয়ার চেষ্টা করে। ফস ফস শব্দ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে পা সরিয়ে নেন। সাপটি পানির পাইপে ঢুকে যায়। পরে সহকর্মীরা এসে সাপটিকে বের করে মেরে ফেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, কয়েকদিনের বৃষ্টিতে আশেপাশের এলাকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় থানা চত্বর পরিস্কার করা হয়। পুলিশ সদস্যদেরও সতর্ক করা হয়েছে। কার্বোলিক এসিড থানা ভবনের চারপাশে ছড়িয়ে দেয়া হয়েছে। থানার একপাশে পদ্মা ও অন্য পাশে বড়াল নদী। সেখান থেকেই সাপটি এসেছে।

এর আগে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমিতেও রাসেল ভাইপারের উপস্থিতি দেখা গেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সেখানেও বেশকিছু সাপের বাচ্চাকে মেরে পেলা হয়।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত