ঢাকা, মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

বৃষ্টি উপেক্ষা করে চলছে বিএনপির সমাবেশ, দাবি খালেদা জিয়ার মুক্তি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১৭:৫০  
আপডেট :
 ২৯ জুন ২০২৪, ১৭:৫৬

বৃষ্টি উপেক্ষা করে চলছে বিএনপির সমাবেশ, দাবি খালেদা জিয়ার মুক্তি

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৯ জুন) বিকেল পৌনে ৩টার দিকে সমাবেশ শুরু হয়।

দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রায় ৮ মাস পর ডাকা এ কর্মসূচিতে সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দিয়েছেন।

বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল, বর্ণিল টুপি, প্ল্যাকার্ড ও পোস্টারসহ সরকারবিরোধী স্লোগান দিয়ে সমাবেশস্থলে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা।

সমাবেশে আসা বিএনপি নেতারা বলছেন, ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বেগম খালেদা জিয়া। আন্দোলনের মধ্য দিয়েই দলের শীর্ষ নেত্রীর মুক্তির দাবি আদায়ের হুঁশিয়ারি দেন তারা।

দেড় দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা দলটির তৃণমূল নেতাকর্মীরা চাইছেন সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী দিকনির্দেশনা।

সারা দেশের তৃণমূল ও কেন্দ্রীয় কমিটিগুলো পুর্নগঠন হওয়ার পর দল সাংগঠিনকভাবে শক্তিশালী হয়েছে। এমনটা জানিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের দাবি, জামায়াতসহ জোটের সব শরিক নিয়ে শিগগিরই কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেবেন দলের হাইকমান্ড।

সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

বাংলাদেশ জার্নাল/এসবিটি

  • সর্বশেষ
  • পঠিত