ঢাকা, বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

ঈদে এবারও ভালোভাবে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস রেলমন্ত্রীর

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৪, ১৭:২০  
আপডেট :
 ০১ জুন ২০২৪, ১৭:২৬

ঈদে এবারও ভালোভাবে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস রেলমন্ত্রীর
রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম

বাসমালিকদের সুবিধা দিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেন চলাচল বন্ধ করা হয়নি জানিয়ে রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘রেল বন্ধ রেখে বাসমালিকদের সুযোগ দেওয়া বিকৃত মানসিকতার পরিচয়। কোনো অবস্থায় রেল বন্ধ করে কাউকে সুযোগ দেওয়া হবে না।’

আজ শনিবার (১ জুন) বেলা ২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ চত্বরে কৃষিমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন নতুন লাইন সংযোজন, বগি ও ইঞ্জিন আমদানি করা হচ্ছে। কিছু মানুষ আছে যাদের সফলতা ভালো লাগে না, যারা উন্নয়ন চোঁখে দেখে না, তাদের নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমরা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার কাজ চালিয়ে যাব।’

জিল্লুল হাকিম বলেন, ‘সবার সহযোগিতা ও দোয়ায় গত ঈদের মতো এবারও ভালোভাবে মানুষকে বাড়ি পৌঁছে দিতে পারব। গত ঈদে মানুষ যেমন বাহবা দিয়েছেন, এবারও বাহবা ধরে রাখতে পারব। বরাবরের মতো এবারও রেলের সব ধরনের ব্যবস্থা থাকবে। ঈদের আগে তিন দিন থাকবে কোরবানির পশু বহনের বিশেষ ক্যাটল ট্রেন।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী রেলকে গুরুত্ব দিয়েছেন। রেলসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নতুন নতুন রেললাইন সম্প্রসারণ করা হচ্ছে এবং আমরা নতুন নতুন বগি আমদানি করছি। ইতিমধ্যে ভারত থেকে ২০০ বগি আমদানি করার জন্য আমরা চুক্তি সম্পাদন করেছি। খুব তাড়াতাড়ি এই বগিগুলো আসবে। দক্ষিণ কোরিয়া থেকে আমাদের আরও ২৬০টি বগি আসবে। খুব তাড়াতাড়ি এর চুক্তি সম্পাদন হবে।’

বাংলাদেশ জার্নাল/এসবিটি

  • সর্বশেষ
  • পঠিত