লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১৭:২২
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ, গুম ও পঙ্গুত্বের শিকার নেতা-কর্মীর পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে লক্ষ্মীপুরে ঈদ উপহার বিতরণ করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। 'আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী ও কেন্দ্রীয় সহ সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এ এস এম ইলিয়াস ঈদ উপহার বিতরণ করেন।
বুধবার (৩ এপ্রিল) লক্ষ্মীপুরে নিহত মো. বাহার, মনির হোসেন, দিদার হোসেন, মো. মহসিন, মো. সোহেল, ফেরদৌস, আরিফ হোসেন, নুর হোসেন মিঠু, মোস্তফা মনির, তৌহিদুল ইসলাম (পঙ্গু), মো. শামিম (পঙ্গু) সহ নির্যাতিত নেতা-কর্মীদের বাসায় এই ঈদ উপহার পৌঁছে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক মো. হারুন, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দুলাল হোসেন, সদস্য সচিব এমরান, চন্দ্রগঞ্জ উপজেলা সদস্য সচিব মিন্টু দূর্বানি, রামগঞ্জ উপজেলায় যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন স্বপনসহ স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জার্নাল/এএইচ/আইজে