বইমেলা থেকে এবার ডিবি কার্যালয়ে মুশতাক-তিশা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২০
দুই বার তাড়া খেয়ে বইমেলা প্রাঙ্গণ ছাড়ার পর নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন আলোচিত খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা দম্পতি। এবার নিজের ও স্ত্রীর নিরাপত্তা চাইতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছেন এই দম্পতি।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মুশতাক-তিশা দম্পতি রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান।
ডিবি সূত্র জানায়, খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা দম্পতি ডিবি কার্যালয়ে এসেছিলেন। এ দম্পতি ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের নিরাপত্তার জন্য আবেদন করেন।
এর আগে, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় স্ত্রীকে নিয়ে নিজের লেখা বইয়ের প্রচারণায় যান মুশতাক। একপর্যায়ে পাঠক, ক্রেতা ও দর্শনার্থীদের ক্ষোভের মুখে তাড়া খেয়ে মেলা প্রাঙ্গণ ছাড়ে ওই দম্পতি।
এ ঘটনায় পরদিন শনিবার (১০ ফেব্রুয়ারি) নিজেদের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করেন আলোচিত এ দম্পতি।
সোমবার (১২ ফেব্রুয়ারি) আবারও বইমেলায় গেলে ফের তাড়া খেয়ে মেলা প্রাঙ্গণ ছাড়েন তারা। পরে নিরাপত্তার আবেদন করতে তারা সন্ধ্যায় ডিবি কার্যালয়ে যান।
বাংলাদেশ জার্নাল/এফএম