ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত বেড়ে ৪

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১৬:৫৮  
আপডেট :
 ২৩ নভেম্বর ২০২৩, ১৭:৪৭

রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত বেড়ে ৪

রাজধানীর ডেমরার পাইটি এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে ওই ঘটনায় চারজনের প্রাণ গেল।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার বিকালে সোয়া ৩টার দিকে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল হোসেন নামে এক যুবক।

দুর্ঘটনার শিকার আরও দুজন এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি। তারা হলেন, শামীম (৩৭) ও মইনুদ্দিন (৩৬)।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি বার্জার পেইন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে। এরপর দুই নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ডেমরার বাঁশেরপুল এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনায় প্রাণ হারান আসিফ হোসেন (৪৫), উম্মে হাবিবা (১৫) ও শামছুন্নাহার (৫২)।

তাদের মধ্যে আসিফ আইএফআইসি ব্যাংকের ডেমরা সারুলিয়া শাখার ট্রানজেকশন সার্ভিস অফিসার। তার বাড়ি রাজশাহীর ঘোড়ামারার সিরোইলে। পরিবার নিয়ে তিনি ডেমরার সারুলিয়া তালতলা মসজিদ এলাকায় বসবাস করছিলেন।

হাবিবা মাদারীপুর জেলার শিবচর উপজেলার আব্দুস সোবাহানের মেয়ে। তার ব্যাগ থেকে মাতুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার বেতন বই পাওয়া গেছে। সেখানে হাবিবা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে উল্লেখ আছে। আর শামসুন্নাহারের বাড়ি নারায়ণগঞ্জের কুতুবপুরে।

আরও পড়ুন: মগবাজারে একাধিক ককটেল বিস্ফোরণ

নিহত আসিফের ব্যাংক কর্মকর্তা স্ত্রী রিমা বিশ্বাস গণমাধ্যমকে বলেন, সকালে তারা দুজন যার যার কর্মস্থলের উদ্দেশে বের হন। পরে দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলে গিয়ে স্বামীর মরদেহ পান।

বাংলাদেশ জার্নাল/আইজে

  • সর্বশেষ
  • পঠিত