বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢালী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১৯:১৪
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। মঙ্গলবার বিকেলে রাজধানীর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মোহাম্মদপুর এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মূলহোতা। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
বাংলাদেশ জার্নাল/সুজন/এসএ