ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

আগুনে পুড়ল কৃষকের ৭ বিঘা জমির ধান

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৩:১০  
আপডেট :
 ২১ নভেম্বর ২০২৩, ০৪:০৯

আগুনে পুড়ল কৃষকের ৭ বিঘা জমির ধান
জমির ধান। ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় ধানের গাদায় আগুন লেগে ৭ বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০ নভেম্বর) ভোরে ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ধানের গাদায় ধোঁয়া দেখতে পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে প্রায় ৭ বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে যায়।

কৃষক রফিকুল ইসলাম বলেন, আমার বাড়িতে না থাকায় প্রায় ৭ বিঘা জমির ধানের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে কেউ । এতে প্রায় আমার দুই থেকে তিন লাখ টাকা ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমি আইনি ব্যবস্থা নিবো।

আরও পড়ুন: দিনাজপুরে আগাম জাতের আলু চাষে ব্যস্ত কৃষক

হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মনির হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এতে কৃষকের বেশিরভাগ ধান আগুনে পুড়ে গেছে।

বাংলাদেশ জার্নাল/আইজে

  • সর্বশেষ
  • পঠিত