ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ককটেল নিক্ষেপ ও বাসে অগ্নিসংযোগের মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

  নিজস্ব প্রতি‌বেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১২:৪৫  
আপডেট :
 ১৮ নভেম্বর ২০২৩, ১২:৪৯

ককটেল নিক্ষেপ ও বাসে অগ্নিসংযোগের মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত মো. নুর নবী পাশা ওরফে সবুজ। ছবি: প্রতিবেদক

ককটেল নিক্ষেপ ও বাসে অগ্নিসংযোগ করে নাশকতা সৃষ্টির অন্যতম মূল পরিকল্পনাকারী মো. নুর নবী পাশা ওরফে সবুজকে রাজধানীর কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

গতকাল শুক্রবার রাতে ঢাকার কদমতলী থানাধীন দনিয়া এলাকায় অভিযান চা‌লি‌য়ে তা‌কে গ্রেপ্তার করা হয়। জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার ন‌ুর নবী পাশা।

র‌্যাব জানায়, গত ২৮ অক্টোবর থে‌কে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন ও বিএনপি নেতাদের মুক্তির দাবিতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন ভাঙচুর ও ককটেল নিক্ষেপ/দাহ্য পদার্থ ‌দি‌য়ে বাসে অগ্নিসংযোগ করে।

এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এমনকি গত ২৮ অক্টোবরের নারকীয় তাণ্ডবে একজন পুলিশ কনস্টেবলকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাসহ সারা দেশে ব্যাপক নাশকতা শুরু করে।

এরই অংশ হিসেবে গত ১৬ নভেম্বর রাতে নূর নবী পাশা ওরফে সবুজসহ ২০-২৫ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মী দলবদ্ধ হয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল নিক্ষেপ এবং বাসে অগ্নিসংযোগসহ বিভিন প্রকার নাশকতামূলক কার্যকলাপ সংগঠনের উদ্দেশ্যে সমবেত হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উক্ত নাশকতার প্রস্তুতির সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত করে আসামিদের শনাক্ত করে নূর নবী পাশা ওর‌ফে সবুজসহ ১৯ জন এবং অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি নাশকতার মামলা দা‌য়ের ক‌রে।

প‌রে মামলার আসামিদের গ্রেপ্তা‌রের জন‌্য যাত্রাবাড়ী থানা পুলিশ র‌্যাব-১০ কেরানীগঞ্জকে একটি অভিযানপত্র পাঠায়। এরই ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় উক্ত নাশকতা প্রস্তুতির অন্যতম মূল পরিকল্পনাকারী জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক নূর নবী পাশাকে গ্রেপ্তার ক‌রে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি নাশকতার পরিকল্পনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও তি‌নি ইতোপূর্বে যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি আলহাজ্ব নবী উল্লাহ নবীর নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতা মূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সুজন/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত