ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

  গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৬  
আপডেট :
 ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫০

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের
ফাইল ছবি

গাইবান্ধায় উচ্চ মাত্রার ইলেকট্রিক লাইনের খুঁটিতে বিদ্যুৎ বিভ্রাট সারানোর কাজে উঠে রাসেল মিয়া (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ান বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।

সোমবার দুপুরের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বোয়ালিয়া ছোট সোহাগী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া ছোট সোহাগী গ্রামের আব্দুল মাজেদের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, দুপুর ২টার দিকে রাসেল নামে একজন ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যুর খবর পেয়েছি। তিনি বোয়ালিয়া গ্রামের আলতাফ হোসেন নামের এক ব্যক্তির বাড়ির বিদ্যুৎ লাইনের ত্রুটি মেরামতের কাজ করছিলেন। এসময় তিনি মই বেয়ে বিদ্যুতের উচ্চ মাত্রার একটি খুঁটিতে ওঠেন। সেখানেই বিদ্যুতায়িত হয়ে আটকে থাকেন তিনি। এসময় স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: অলৌকিকভাবে বেঁচে গেল বিদ্যুৎস্পৃষ্ট সেই ৭ মাসের শিশু

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত