ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

বিমানবন্দরে স্বর্ণ চুরি: ৮ জনকে ডিবির জিজ্ঞাসাবাদ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৯  
আপডেট :
 ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৭

বিমানবন্দরে স্বর্ণ চুরি: ৮ জনকে ডিবির জিজ্ঞাসাবাদ
বিমানবন্দরে স্বর্ণ চুরির ঘটনায় ৮ জনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। ফাইল ছবি

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) আটজনকে জিজ্ঞাসাবাদ করছে।

বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়।

এদিকে, এ ঘটনায় মামলার প্রতিবেদন ১৫ অক্টোবরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, মামলাটি এখনো থানা পুলিশ তদন্ত করছে। এর তদন্তভার ডিবি বা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে দেয়া হয়েছে।

তিনি বলেন, এ ঘটনাকে চুরি বলব নাকি আত্মসাৎ বলব-এমন একটি বিষয় রয়েছে। যেখানে ঘটনা ঘটেছে সেটি একটি সুরক্ষিত এলাকা। সেখানে বাইরের লোক গিয়ে চুরির ঘটনা ঘটিয়েছে বলে মনে হয় না। তদন্তের পরই বিস্তারিত বলা যাবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বিষয়টি নিয়ে আমরা ছায়া তদন্ত করছি।

উল্লেখ্য, রোববার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫.৫১ কেজি স্বর্ণ চুরির ঘটনা প্রকাশ পায়। যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

আরও পড়ুন: কাস্টমসের সোনা চুরি: কেউ গ্রেপ্তার না হলেও পুলিশের সন্দেহে ৩ জন

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত