ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও রুমমেট পলাতক

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৩

তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও রুমমেট পলাতক
প্রতীকি ছবি

টাঙ্গাইল শহরের বটতলা একটি ভবন থেকে খাদিজা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সন্ধ্যা ৭ টার দিকে টাঙ্গাইল সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত খাদিজার বাড়ি কালিহাতী উপজেলার দূর্গাপুরে।

স্থানীয়রা জানান, নিহত খাদেজা বেগম ও তার স্বামী রাশেদুল ইসলাম একটি ফ্লাটে ভাড়া থাকতেন। পরে রাশেদুলের পরিচিত রিনা নামে এক মহিলাকে সাবলেট হিসাবে ভাড়াটে উঠায়। পরে গত কয়েক দিন যাবত খাদিজা ও রাশেদুলের মাঝে সংসার নিয়ে পারিবারিক কলহ চলছে। এদিকে রিনার সাথে পরকিয়া সম্পর্ক ছিলো, আজকে হঠাৎ তাদের রুম তালাবদ্ধ দেখে বাসার মালিক ও পাশের বাসার ভাড়াটিয়া তালাবদ্ব দেখে তালা ভাঙ্গলে খাদিজার লাশ দেখতে পায়। পরে পুলিশকে জানানো হয়। খাদিজা হত্যার পর থেকে তার স্বামী রাশেদুল ও রিনা পলাতক রয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত