ঢাকা, শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

পূণ্যভূমি সিলেটে এসেই মাজারে গেলেন মির্জা ফখরুল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ১৩:২৪

পূণ্যভূমি সিলেটে এসেই মাজারে গেলেন মির্জা ফখরুল
সিলেটে নেমেই হযরত শাহজালাল (রা:) মাজার ও হযরত শাহ পরাণ (রা:) মাজার জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রতিনিধি

পূণ্যভূমি সিলেটে নেমেই হযরত শাহজালাল (রা:) মাজার ও হযরত শাহ পরাণ (রা:) মাজার জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে সিলেটে নেমে বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালালের মাজারে আসেন। এরপর হযরত শাহ পরাণের মাজারে যান।

তরুণ ভোটারদের অধিকার প্রতিষ্ঠা ও অন্যান্য দাবিতে বিএনপির যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সিলেটে তারুণ্যের সমাবেশ আজ রোববার। বেলা তিনটা থেকে নগরের আলীয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ শুরু হবে।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে অংশ নিতে সিলেট আসেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশের প্রধান সমন্বয়ক যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু গতকাল বিকেলে জানিয়েছেন, দেশে ৪ কোটি ৭০ লাখ ভোটার তরুণ। তাদের কথা বিবেচনা করে আমাদের এই আয়োজন।

যুবলীগের সমাবেশও আজ

ওদিকে আজ নগরের রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত হবে যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ। এই সমাবেশকে সফল করতে প্রস্তুতি চালিয়েছে যুবলীগের নেতাকর্মীরা।

‘তারুণ্যের জয়যাত্রা’-এর সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল।

আরও পড়ুন: সরকার বিদায়ের ভয়ে কাপছে: মান্না

বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি

  • সর্বশেষ
  • পঠিত