সাপের কামড়ে প্রাণ গেল যুবকের
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১৬:২৮
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সাপের কামড়ে লাভলু শেখ (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ওই যুবকের মরদেহ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে রোববার (১৯ জুন) রাত ১০টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
লাভলু শেখ উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের ছমির বেপারীরডাঙ্গী গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে।
চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির ওই কৃষকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লাভলুর বড় ভাই বাবলু শেখের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ীর পাশে বর্ষার জোয়ারের নতুন পানি প্রবেশ করায় তার ছোট ভাইয়ের নৌকা ডুবে যায়। ঘটনার দিন নৌকা পাড়ে তুলতে যায় লাভলু। সে সময় তার বাঁ পায়ের হাঁটুতে সাপে কামড় দেয়। সে কোন সাপ দেখতে না পেয়ে কোনো কিছুর খোঁচা লেগেছে বলে মনে করেন এবং বাড়ী চলে আসে।
আরও পড়ুন: সাপের কামড়ে প্রাণ গেলো তুলা গবেষণা কর্মকর্তার
পরে রাত আটটার দিকে তার চোখে ঘুমের জড়তা, মাথা ঘোরা সহ বমি হয়। তখন পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফরিদপুরে নেয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু পথিমধ্যেই মৃত্যু ঘটে লাভলুর। ধারণা করা হচ্ছে বিষাক্ত কোন সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আরআই