সাপের কামড়ে প্রাণ গেলো তুলা গবেষণা কর্মকর্তার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ২০:২৪
বান্দরবানে বিষাক্ত সাপের কামড়ে চিরন্তন চাকমা (৪৯) নামে এক তুলা গবেষণা কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বালাঘাটা পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রের স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
চিরন্তন চাকমা (৪৯) বালাঘাটা পাহাটি তুলা গবেষণা কেন্দ্রের ইউনিট কটন কর্মকর্তা ও রাঙ্গামাটির বনরুপা পাড়া এলাকার মৃনাল কান্তি চাকমার ছেলে।
পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু মারমা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে তুলা গবেষণা কেন্দ্রের দোকান থেকে ফেরার সময় কোয়ার্টারের উঠানে বিষাক্ত সাপ কামড় দেয় চিরন্তন চাকমাকে। এ সময় তাকে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়। পরে চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার সহকর্মী সোনামনি চাকমা বলেন, হাসপাতালে ভর্তি করার পর দায়িত্বরত চিকিৎসক পর্যবেক্ষণ করতে গিয়ে দেরিতে অ্যান্টিভেনম ইনজেকশন প্রয়োগ করে। আর এ কারণেই তাকে বাঁচানো যায়নি।
বান্দরবান সিভিল সার্জন ডাক্তার নিহারঞ্জন নন্দী বলেন, যাচাই বাছাই ছাড়া মানবদেহে অ্যান্টিভেনম প্রয়োগ করা উচিত নয়। গতকাল সাপে কাটা রোগীকেও অ্যান্টিভেনম দেয়া হয়েছিল। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়।
বাংলাদেশ জার্নাল/এমএ