ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

‘আমার মৃত্যুর পর কোনো শোকসভা হবে না’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১৬:৪২  
আপডেট :
 ০৯ জুন ২০২৩, ১৬:৫৩

‘আমার মৃত্যুর পর কোনো শোকসভা হবে না’
সিরাজুল আলম খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) বলেছিলেন, ‘আমার মৃত্যুর পর কোনো শোকসভা হবে না, শহীদ মিনারে ডিসপ্লে হবে না লাশ।’

মহিউদ্দিন আহমদের লেখা 'প্রতিনায়ক সিরাজুল আলম খান' বইটিতে সিরাজুল আলম খানের এই শেষ ইচ্ছার কথা উল্লেখ করা হয়েছে।

সিরাজুল আলম খান বলেছিলেন— ‘আমার মৃত্যুর পর কোনো শোকসভা হবে না। শহীদ মিনারে ডিসপ্লে হবে না লাশ। যত দ্রুত সম্ভব নোয়াখালীর বেগমগঞ্জে আমার গ্রামের বাড়িতে পাঠাতে হবে মরদেহ, যা ঢাকা থাকবে একটা কাঠের কফিনে। মায়ের একটা শাড়ি রেখে দিয়েছি। কফিনটা শাড়িতে মুড়ে মাটিতে পুঁতে ফেলতে হবে, মায়ের কবরে।’

উল্লেখ্য, শুক্রবার (৯ জুন) বিকেল আড়াইটার দিকে সিরাজুল আলম খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।

আরও পড়ুন: চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন আর নেই

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত