চট্টগ্রামে শুটকির গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, আহত ৪
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ০৩:৩৭ আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৪:০৩
চট্টগ্রামের চাক্তাই রাজাখালীতে কোল্ড স্টোরেজ গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় দেয়াল ধসে চারজন আহত হয়েছে। বিস্ফোরণের পর আশপাশের কয়েকটি ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।
মঙ্গলবার রাত ১টার দিকে বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভবনের দেয়াল ধসে আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মো. তারেক (২৮), নুর হোসেন, মো. মান্নান (৩৪) ও রবিন (২২)।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. আবদুল হালিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সোয়া ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালি এলাকায় জনতা কোল্ড স্টোরেজ গোডাউনে অ্যামোনিয়া সিলিন্ডার বিস্ফোণে আগুনের সূত্রপাত হয়। রাত ২টার দিকে ভবনটির দেয়াল ধসে পড়েছে। বড় ধরণের দুর্ঘটনা এড়াতে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন আহত হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে শুটকির গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
বাংলাদেশ জার্নাল/জিকে