চট্টগ্রামে শুটকির গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ০২:০৭ আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০২:৪৬
চট্টগ্রামের চাক্তাই রাজাখালীতে শুটকির কোল্ড স্টোরেজে এমোনিয়া সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
মঙ্গলবার রাত ১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত সোয়া ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালি এলাকায় জনতা কোল্ড স্টোরেজ গোডাউনে এমোনিয়া সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বাংলাদেশ জার্নাল/জিকে