ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

সীতাকুণ্ডে জাহাজ কাটতে গিয়ে দগ্ধ শ্রমিকের মৃত্যু

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ১৩:৩৩

সীতাকুণ্ডে জাহাজ কাটতে গিয়ে দগ্ধ শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় জাহাজ কাটার সময় আগুনে দগ্ধ হয়ে মো. আশরাফ মোল্লা (৬৬) নামে এক শ্রমিক মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে বারআউলিয়া তাহের শিপ ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

মো. আশরাফ মোল্লা নড়াইলের লোহাগড়া থানার কুমারডাঙ্গা এলাকার মৃত ওসমান মোল্লার ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, জাহাজ কাটার সময় আগুনে দগ্ধ হন মো. আশরাফ মোল্লা। এতে তার শরীর ঝলসে য়ায়। সেখান থেকে উদ্ধার করে সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে দেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত