স্বেচ্ছাসেবকলীগকে সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে: আনোয়ার খান এমপি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ১৫:৪১ আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৮:৫৮
রাজনীতি করতে হবে জনগণের জন্য। যেমন রাজনীতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি শাসক নই, আমি জনগণের সেবক’। তাকে অনুসরণ করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা কাজ করবে। নেতাকর্মীদের সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে বলে মন্তব্য করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা হবে প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড। এ দলে টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাদকসেবীদের স্থান হবে না।
শনিবার দুপুরে রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, নবায়ন এবং বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আনোয়ার খান এমপি আরও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ এ দেশের মাটি-মানুষের উন্নয়নের জন্য কাজ করে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। এসময় দেশব্যাপী বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, বিশেষ বক্তা ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী।
রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- রামগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু, সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মাহাবুব ইমতিয়াজ, রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলেয়ার হোসেন দেওয়ান বাচ্চু। সঞ্চালনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান ফয়সাল ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ আলম ভূঁইয়া।
অন্যদিকে একই দিন রামগঞ্জের নারায়ণপুর স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়শেনের উদ্যোগে শিক্ষার্থীদের নবীনবরণ ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আনোয়ার খান এমপি।
অ্যালামনাই অ্যাসোসিয়শেনের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক আজাদ হোসেন এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য এম এ গোফরান, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মিরা, রামগঞ্জ থানা ওসি এমদাদুল হক, রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদ, এমপির প্রতিনিধি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র বেলাল আহম্মেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, বিদ্যালয়ের সাবেক সভাপতি দেওয়ান ফরিদ আহম্মেদ, সাবেক সভাপতি মাসুদ পাটোওয়ারী,বিশিষ্ট ব্যবসায়ী কেএসবি কামাল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, রামগঞ্জ পৌরসভা প্যানেল মেয়র মামুনুর রশিদ আখন্দ, বিআরডিবি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভুঁইয়া সুমন, ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন, ১নং কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিজ্জামান অপু মাল, সাধারণ সম্পাদক সাজিদ হাসান অভিসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জার্নাল/এমপি