নির্মাণের সাড়ে ৩ বছর পর ভোলার ২৫০ শয্যা হাসপাতাল উদ্বোধন
ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ১৭:৩৮
নির্মাণ কাজ শেষের সাড়ে তিন বছর পর অবশেষে উদ্বোধন হয়েছে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ ভবনের উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভোলার সিভিল সার্জেন কেএম শফিকুজ্জামান, হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ লোকমান হাকিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, দ্বীপজেলা ভোলার মানুষের আধুনিক চিকিৎসা সেবার জন্য ২০১৩ সালের মে মাসে ৪২ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ২০ হাজার বর্গফুটের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাত তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। গণপূর্ত বিভাগ ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করে। ভবনটি নির্মাণে ২০২০ সাল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হলেও নির্ধারিত সময়ের আগেই ২০১৯ সালের জুলাই মাসে ভবনটি স্বাস্থ্যবিভাগের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হওয়ায় প্রায় অকেজো অবস্থায় পড়ে ছিলো ভবনটি।
ভোলার গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ২৫০ শয্যাবিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালের নতুন আধুনিক ভবনটির প্রথম তলায় রেডিওলজি ভিবাগ, জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটার রয়েছে। দ্বিতীয় তলায় প্যাথলজি বিভাগ ও চিকিৎসকদের জন্য ১৪টি কক্ষ রয়েছে। তৃতীয় তলায় রয়েছে ৪টি অপারেশন থিয়েটার, অ্যাডমিন ব্লক ও ৬ বেডের আইসিইউ। চতুর্থ তলায় একটি অপারেশন থিয়েটার, ১২টি পোস্ট ওটি, ১৬টি লেবার রুম, রোগীদের ২৮টি শয্যা ও কনফারেন্স রুম রয়েছে। পঞ্চম ও ষষ্ঠ তলায় রোগীদের জন্য রয়েছে ১৪০টি শয্যা। আর সপ্তম তলায় রোগীদের জন্য ২৮টি কেবিন রয়েছে।
ভোলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম মুসা জানান, ২০১৯ সালের ১ জুলাই ২৫০ শয্যার হাসপাতালের বর্ধিত নতুন আধুনিক বহুতল ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার নবনির্মিত ২৫০ শয্যার হাসপাতালটিতে গিয়ে দেখা গেছে, ষষ্ঠ তলায় পুরুষ মেডিসিন ও মহিলা মেডিসিন ওয়ার্ড চালু করা হয়েছে। পঞ্চম তলায় শিশু ওয়ার্ড। দ্বিতীয় তলায় প্যাথলজি ও নিচ তলায় রেডিওলজি বিভাগ চালু করা হয়েছে। এছাড়া ভবনের অন্যান্য তলায় কোনো কার্যক্রম চালু হয়নি।
ষষ্ঠ তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীর স্বজন এস এম সোহাগ, মো. ইব্রাহীম ও মো. মাকসুদুর রহমান জানান, নতুন ভবনটি চালু হওয়ায় হাসপাতালে শয্যাসংকট কমেছে। এখানকার পরিবেশও পরিপাটি। কিন্তু চিকিৎসক ও নার্স সংকটের কারণে চিকিৎসা সেবার মান বারেনি। তাই তারা প্রয়োজনীয় চিকিৎসক ও নার্সসহ জনবল দেয়ার দাবি জানান।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ লোকমান হাকিম জানান, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আজ হাসপাতালটি উদ্বোধন করছেন। ইতোমধ্যে ভবনটিতে রোগীদের শিফট করা হয়েছে। এছাড়াও রেডিওলজি ও প্যাথলজি বিভাগ আগে থেকেই সেখানে চালু করা হয়েছে। তবে প্রয়োজনীয় জনবল ও আসবাবপত্র পেলে দ্রুত নতুন ভবনের সব কার্যক্রম চালু করা সম্ভব হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/এমপি