শীতলক্ষ্যায় মিললো নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২, ২২:৩৩ আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ২২:৩৫
নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানার বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মী নারায়ণ কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নারায়ণগঞ্জ সদরের নৌ-পুলিশের ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই শিক্ষার্থীর নাম ফারদিন নূর পরশ (২৪)। তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র এবং ফতুল্লা থানার নয়ামাটি দেউল পাড়া কুতুবপুর এলাকার কাজী নুরুদ্দীন রানার ছেলে। বর্তমানে তারা ঢাকার ডেমরার শান্তিবাগ এলাকায় বসবাস করতেন। নিখোঁজের পর তার বাবা রামপুরা থানার জিডি করেন।
নারায়ণগঞ্জ সদরের নৌ পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, গত ৪ নভেম্বর ফারদিন নূর পরশ নিখোঁজ হন। এরপর আজ সোমবার বিকালে শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বাংলাদেশ জার্নাল/আরকে