ঝিনাইদহে ভাইয়ের হাতে ভাই খুন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ১৬:৩২
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার জমির সীমানা নিয়ে বিরোধের জেরে এক কৃষককে তার চাচাতো ভাইয়েরা লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, উপজেলার খালকুলা গ্রামে বৃহস্পতি সকালে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আমজাদ হোসেন মণ্ডল নামের ওই কৃষক মারা যান। নিহত ৫৫ বছর বয়সী আমজাদ উপজেলার খালকুলা গ্রামের হোসেন আলি মণ্ডলের ছেলে।
নিহতের ছেলে সাদ্দাম হোসেন বলেন, বাড়ির জমির সীমানা নিয়ে বাবার সঙ্গে চাচাতো চাচা মনোয়ার, উজ্জ্বল, মুক্তার ও রবিউলের বিরোধ চলছিল। বৃহস্পতিবার জমি মাপ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে মারামারি বেঁধে যায়। এ সময় বাবা তার চাচাতো ভাইদের লাঠির আঘাতে গুরুতর আহত হন। বাবাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার বস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
ওসি বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে ঘটনার পর থেকে আসামিরা পালাতক রয়েছেন।
বাংলাদেশ জার্নাল/এমএম