প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে যাওয়া কিশোরের লাশ উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২, ২১:৫৩
দিনাজপুরের বীরগঞ্জে প্রতিমা বিসর্জন দেয়ার সময় টেপা নদীতে ডুবে যাওয়া ধনঞ্জয় রায়ের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডুবে যাওয়ার স্থান থেকে ১০০ গজ ভাটি থেকে ধনঞ্জয়ের লাশ উদ্ধার করা হয়। নিহত ধনঞ্জয় রায় বীরগঞ্জ পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের হরিবাসর পাড়া গ্রামের মধুচন্দ্র রায়ের ছেলে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, প্রতিমা বিসর্জনের সময় ধনঞ্জয়সহ আরও বেশ কিছু যুবক বীরগঞ্জের আরিফ বাজার সংলগ্ন ঢেপা নদীতে প্রতিমা বিসর্জন দিচ্ছিল। এ সময় ধনঞ্জয় পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বীরগঞ্জের ফায়ার সার্ভিস সদস্যরা নদীতে সন্ধান চালালেও উদ্ধার করতে ব্যর্থ হয়। পরবর্তীতে রংপুর থেকে একদল ডুবুরি সদস্য গিয়ে রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এসকে