ঢাকা, রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

চট্টগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৪

চট্টগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার
প্রতীকি ছবি

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নিউমুরিং তক্তার পুল এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর নাম শামীমা আক্তার। নিহত শামীমা পটুয়াখালীর বাউফল থানার জামাল উদ্দিনের স্ত্রী। জামাল উদ্দিন রাঙ্গামাটি বিজিবিতে চাকরি করেন বলে জানা গেছে।

রোববার দুপুরে নিউমুরিং তক্তার পুল আবুল ফয়েজের বিল্ডিংয়ের ৫ম তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, পাঁচ তলার ভাড়া বাসায় থাকতেন শীমামা আক্তার। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, তার হাত-পা বাঁধা অবস্থায় ছিলো। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কেনো খুন করা হয়েছে বা কারা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত