গাজীপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২২, ১৮:৩১
গাজীপুরের কলিয়াকৈর উপজেলার মাথালিয়া এলাকার বিলের পানিতে ডুবে কাজী রাহিম (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পানি থেকে ডুবুরিরা লাশটি উদ্ধার করেছে।
নিহত রাহিম কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার কাজী জামান হোসেনের ছেলে। সে স্থানীয় অঞ্জনা মডেল হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র ছিল।
এলাকাবাসীর বরাত দিয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, স্কুলছাত্র রাহিম রোববার দুপুরে স্কুল শেষে বাড়ি ফেরার পথে তার ৫-৬ জন বন্ধুর সঙ্গে স্থানীয় মাথালিয়া বিলে গোসল করতে নামে। এক পর্যায়ে রাহিম বিলের গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময়ে অন্যরা বিল থেকে উঠতে পারলেও রাহিম পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়।
বন্ধুদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে বিলের পানিতে তাকে খুঁজতে থাকে। কিন্তু ব্যর্থ হয়ে তারা দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর দমকল বাহিনীর কর্মীরা তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এসকে