দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, আত্রাই নদীতে কলেজছাত্র নিখোঁজ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২২, ২০:৪০
দিনাজপুর বীরগঞ্জে বাড়ির পাশে পুকুরের গোসল করার সময় পানিতে ডুবে মোস্তাকিম (৯) নামে এক শিশু মারা গেছে। এছাড়া একই উপজেলার মাহবুবুর রহমান মালেক (২৪) নামে এক কলেজছাত্র আত্রাই নদীতে নিখোঁজ রয়েছে।
শুক্রবার দুপুরে গোসলে নামলে পুকুরের পানিতে ডুবে মোস্তাকিন মারা যায়। আর আত্রাই নদীর পানিতে কলেজছাত্র নিখোঁজের ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউপির ভূল্লিরহাটের উত্তর পাশের ভগীরপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। মাহবুবুর রহমান মালেক একই উপজেলার শতগ্রাম ইউপির কাশিমনগর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি অনার্সের ছাত্র ছিলেন।
বীরগঞ্জের মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী জানান, দুপুরে বাসা থেকে তিনজনের সাথে খেলতে বের হয় শিশু মোস্তাকিন। দুপুর ১টার পরও ঘরে না ফেরায় খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। পরে পুলিশকে জানালে লাশ উদ্ধার করা হয়।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, আত্রাই নদীতে মাহবুবুর রহমান তার কয়েকজন বন্ধুর সাথে গোসল করার এক পর্যায়ে ডুবে যায়। পরিবারের নিকট থেকে সংবাদ পেয়ে নদীতে খুঁজে তাকে পাওয়া যায়নি। পরে রংপুর ফায়ার সার্ভিস থেকে বিশেষ ডুবুরিদল এসে বিকেল সোয়া ৬টার দিকে আত্রাই নদীতে মাহবুবুর রহমান মালেকের লাশ উদ্ধারে অভিযানে নামে।
বাংলাদেশ জার্নাল/এসকে