ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

শান্ত হত্যাকাণ্ডে দুই আসামী গ্রেপ্তার

দেবীদ্বারে কোরবানি ও ঈদ আনন্দ ছিলোনা নিহতের বাড়ির ৫২ পরিবারে

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২২, ০৫:০৪

দেবীদ্বারে কোরবানি ও ঈদ আনন্দ ছিলোনা নিহতের বাড়ির ৫২ পরিবারে

রোববার সারাদেশে পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হলেও কুমিল্লার দেবীদ্বারের নুরপুর গ্রামে মেহেদী হাসান শান্ত’র বাড়িতে ছিলো শোকের মাতম। পুত্র শোকে বারবার মূর্ছা যাচ্ছে শান্তর মা। কোরবানির জন্য ক্রয় করা ১২টি গরু ও বেশ কয়েকটি ছাগল কোরবানি করেনি শান্ত’র বাড়ির শোকাহত স্বজনেরা। এলাকায় ছিলোনা কোনো ঈদ আনন্দ।

রোববার বিকালে শান্ত’র নামাজে জানাজা হাজার হাজার মানুষের উপস্থিতিতে হয়ে উঠে প্রতিবাদ মুখর। হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার চান উপস্থিত মুসল্লিরা। ওই সময় হত্যাকাণ্ডের হুকুমদাতা হিসাবে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিককে জানাজাকালে আলোচনায় অংশ নিতে দেননি মুসল্লিরা।

এ সময় মেহেদী হাসান শান্ত হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার চেয়ে বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মোসলেহ উদ্দিন সরকার ও নিহত শান্তর চাচা ফিরোজ সরকার প্রমুখ।

সেখানে আরও উপস্থিত ছিলেন জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল আলম, এডভোকেট শাহাদাৎ হোসেন শিমুল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাউছার হায়দার।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ জুলাই) বিকালে উপজেলার ‘নূরপুর শাহ ফাতেমি ইবতেদায়ী হাফেজিয়া নূরানি মাদ্রাসা ও এতিমখানায় একটি সভা ছিলো। সভার পূর্বে নূরপুর গ্রামের আমেরিকা প্রবাসী মো. জসীম উদ্দিনের ছেলে সাজিদের সঙ্গে স্থানীয় সাদ্দাম, আল আমিন, সগির ও বায়েজিদের তর্ক হয়। পরে এ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে তারা। সেসময় এলোপাতারি ছুরিকাঘাতে শান্তসহ ৫জন আহত হয়। শান্তসহ অপর ৪জনকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর ওই দিন সন্ধ্যা ৬টায় কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে রাতেই শান্ত’র বাবা জাকির হোসেন সরকার বাদী হয়ে আল আমিন ও সাদ্দামসহ ২৬ জনকে আসামী করে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত আসামী সাদ্দাম ও মোকলেছকে গ্রেপ্তার করে।

মামলার বাদী শান্ত’র বাবা জাকির হোসেন সরকার জানান, আমার ছেলের হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দেয় আবু কাউছার অনিক। গত শুক্রবার মসজিদে প্রকাশ্যে অনিক বলেন গরু কোরবানির সঙ্গে মানুষও কোরবানি করবে। তার একদিন পর আমার ছেলেকে অনিকের অনুসারীরা হত্যা করে। তারা আমার ছেলেকে হত্যা করেই শান্ত হয়নি, মামলা তুলে নিতে হুমকি ধমকী দিচ্ছে। ঈদের দিন সকালে মামলা তুলে নিতে আমাকে জোড়পূর্বক দেবীদ্বারে ধরে নিয়ে যায় অনিক।

অভিযোগের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক জানান, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। মামলা তুলতে নয়! মামলা থেকে একজন আসামীর নাম বাদ দিতে গ্রামে ৭-৮ জনের সিদ্ধান্তের কারণে বাদীকে নিয়ে থানায় যাই। কিন্তু তিনি থানায় গিয়ে উল্টে যায়। সুষ্ঠভাবে তদন্তের মাধ্যমে শান্ত হত্যার বিচার হউক আমিও চাই।

এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, নিহত শান্ত’র বাবা বাদী হয়ে ৬ জনের নামীয় এবং আরও অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসমী করে মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে এজহার ভুক্ত আসামী সাদ্দাম ও মোকলেছকে গ্রেপ্তার পূর্বক রোববার কোর্টে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত